অধ্যাপক আনোয়ার হাসানের এক গুচ্ছ ছড়া


শিয়াল মামা মন্ত্রী শাই
 ..আনোয়ার হাসান

শিয়াল মামা
বাঘ মামা
বিড়াল হল মাসি

বনের রাজা
সিংহ মামা
ইঁদুর হল পিসি

আয়রে বিড়াল
আয়রে ইঁদুর
রাজার বাড়ি যাই

শিয়াল মামা মন্ত্রী মশাই
বাঘের চাকরি নাই
মা মাটি ভাষা
...আনোয়ার হাসান 

আমার ভাষা, বাঙলা ভাষা
বাঙলা আমার মা

ভাষা মায়ের প্রাণের সূধা
কোথাও পাবে না

জন্মধাত্রী মা জননী
গর্ভে দিলেন ঠাঁই
ভাষা মাতা জবান দিলেন
তুলনা তার নাই

মাতৃভাষা মাতৃভূমি
জন্মধাত্রী মা
তিন মা মিলে গড়ে তুলেন
আমার চেতনা





খোকন সোনা
...আনোয়ার হাসান

খোকন সোনা আর কেঁদনা
ঐ দেখনা 
বিড়াল ছানা ইঁদুর ছানা

বিড়াল ছানা বীর বাহাদুর
যুদ্ধে যাবে নেংটি ইঁদুর

মশা মাছি কামান দাগায়
বাঘ ভালুক দৌড়ে পালায়

ছোচ যে সে
...আনোয়ার হাসান

ছোট মুখে ছোট কথা
ছোট মনে ছোট ব্যাথা
ছোট ছোট পা

হেলে দুলে হাঁটি হাঁটি
গায়ে মাখে ধূলো মাটি
কোলে থাকে না
রাগলে পরে ঠোঁট ভারি হয়
মায়ের সাথে আর কথা নয়
এত অভিমান!
একটু হেসে বললে কথা
ভুলে যায় তার সকল ব্যাথা
ভুলে অপমান

টিক টিকি
...আনোয়ার হাসান

হই হই রই রই
টিকটিকি গেল কই !

ছোট খুকি পেল ভয়
টিকটিকি তো সহজ নয় !

খোকা বাবু মারল জোসে
লেজটি তার পড়ল খসে!

লেজ রেখে সে পগার পার
এ মুখি সে হবে না আর!
স্বাধীনতা
.. আনোয়ার হাসান

স্বাধীনতা স্বাধীনতা
সবাই বলে স্বাধীনতা
স্বাধীনতা কী মা ?

ওরে বোকা,স্বাধীনতা !
নিজেই নিজের অধীনতা
কেন বোঝ না

পাখি যেমন ডানা মেলে ওড়ে
নীলাকাশের বুকে
ফুলগুলি সব পাপড়ি মেল ধরে
অন্যরা সব গন্ধ নিয়ে শুকে

তেমন করে তুমিও যদি বাছা
মেলে ধরে মনের বন্দি খাঁচা
তুমিই হবে স্বাধীন যুবরাজ

একাত্তর যে শিশুটি জীবন দিয়ে গেলে
সেই তো স্বাধীন সার্বভৌম ছেলে
নইলে তুমি জীবন পেতে আজ?
তেলাপোকা
...আনোয়ার হাসান

তেলাপোকা দেখে খুকি
দিল এক চিকার
মামনি দিশাহারা
প্রাণ বুঝি গেল তার!

ভয় নেই ভয় নেই
দেখ চোখ খুলে
ঐ দেখ গেল উড়ে
এ সেছিল ভুলে

এতটুকু প্রানী সে
কত বড় তুমি
তোমাকেই ভয় পায়
পাও কেন তুমি?



 
Design by নেত্রকোনার আলো | সম্পাদক - সোহেল রেজা | Email-netrakonaralo@gmail.com